সংবাদদাতা, বিষ্ণুপুর : সরকার দুয়ারে চলে এসেছে। আপনারা দেখছেন বিধায়ক দুয়ারে, মন্ত্রী দুয়ারে, জেলা সভাপতি দুয়ারে। আপনাদের সুবিধা-অসুবিধার কথা তাঁদের বলবেন, তাঁরা তার সুরাহা করে দেবেন। বিরোধী দলগুলো আপনাদের কোনও উপকার করে না, শুধু সমালোচনা করে। মুখ্যমন্ত্রী বাংলার মা-বোনেদের স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার করেছেন। বিরোধীরা তাকে ভিক্ষা বলে আপনাদের অপমান করতে ছাড়ছে না। আপনারা কেন্দ্রকে প্রশ্ন করুন, বিভিন্ন প্রকল্পে আপনারা কেন প্রাপ্য টাকা পাচ্ছেন না।
আরও পড়ুন-গোপালপুর সমবায় তৃণমূলের, কুপোকাত রাম-বাম
নিজের ভাষণে বললেন শিশু ও নারীকল্যাণ দফতরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আজ চড়কতলায় একটি বিরাট জনসভায়। প্রধান অতিথি ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক বড়জোড়া বিধানসভা অলোক মুখোপাধ্যায়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি সুব্রত দত্ত, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বঙ্গ জননী সভানেত্রী রাখি গরাই প্রমুখ। উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব ও সকল অঞ্চল নেতৃত্ব। জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের আওতায় যেভাবে মানুষ উপকৃত হচ্ছেন তারই ফলস্বরূপ এই মানুষের ভিড়।