গোপালপুর সমবায় তৃণমূলের, কুপোকাত রাম-বাম

মহিষাদল থেকে শুরু করে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরাতে সমবায় সমিতির নির্বাচনে জোট বেঁধেই নেমেছিল।

Must read

সংবাদদাতা, মহিষাদল : পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ফের ধাক্কা খেল রাম-বাম জোট। মহিষাদল ব্লকের তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় তৃণমূলের। সমিতিতে আসন ৬২। বিরোধীরা মনোনয়ন জমা না দেওয়ায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২টিতে জয়লাভ করেছিল তৃণমূল। ৫০ আসনের ভোটে জোট পেয়েছে মাত্র একটি ও তৃণমূল ৪৯। ভোটার ছিল ১২৭৩। সব মিলিয়ে মোট আসনের ৬১টি তৃণমূলের দখলে। মাত্র একটি বাম-বিজেপি জোটের।

আরও পড়ুন-চৈতালি বেপাত্তাই, রক্ষাকবচ দিল উচ্চ আদালত

জয়ের পরেই আবির মেখে, বাজি ফাটিয়ে উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। নন্দকুমারের সমবায় সমিতির নির্বাচনে রাম-বাম জোট সাফল্য পাওয়ার পর জেলা রাজনীতিতে বাম ও বিজেপি শিবিরে নতুন সমীকরণ শুরু হয়েছিল। মহিষাদল থেকে শুরু করে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরাতে সমবায় সমিতির নির্বাচনে জোট বেঁধেই নেমেছিল। দুই জায়গাতেই ধরাশায়ী। পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এই অশুভ জোট চাইছেন না, বোঝার পরেও ফের তালুক-গোপালপুর সমিতিতে জোট হয় এবং প্রত্যাশিতমতোই হার।

আরও পড়ুন-সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রীই

মহিষাদল ব্লক তৃণমূল সভাপতি সুদর্শন মাইতি বলেন, বাম বা বিজেপির এককভাবে লড়াইয়ের ক্ষমতা বা সংগঠন নেই। তাই বারবার অশুভ জোট করে মাথা তোলার চেষ্টা করছে। মানুষ বুঝতে পেরেছেন আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সব জায়গাতেই জিতবে। তাই ঘাসফুলকে বেছে নিচ্ছেন।

Latest article