সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রীই

সাঁওতালি ভাষা ঐক্য মঞ্চ বিনপুর-১ নম্বর ব্লক কমিটির আয়োজনে, বিনপুর থানার দহিজুড়ি অঞ্চলের দহপাল ফুটবল মাঠে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ২০০১ সালে ড. পবিত্র সরকারকে মাথায় রেখে সাঁওতালি ভাষা কমিটি তৈরি করেছিল তৎকালীন রাজ্য সরকার। কমিটির সুপারিশ ছিল রাজ্যে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দেওয়ার। কিন্তু এখনও সেই রিপোর্ট দিনের আলো দেখেনি! মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েই সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন।

আরও পড়ুন-ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব প্রচারে দুর্গাপুরের রাস্তায় সান্তাক্লজ

২০১৩-য় আদিবাসী উন্নয়ন পর্ষদ গঠন করেন। যে পর্ষদের মধ্য দিয়ে আদিবাসী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, তাঁদের ভাষা-সংস্কৃতি তুলে ধরা, সংরক্ষণ করার কাজ সরকার করছে। বৃহস্পতিবার ঝাড়গ্রামে সাঁওতালি ভাষা বিজয় দিবসের অনুষ্ঠানে বললেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সাঁওতালি ভাষা ঐক্য মঞ্চ বিনপুর-১ নম্বর ব্লক কমিটির আয়োজনে, বিনপুর থানার দহিজুড়ি অঞ্চলের দহপাল ফুটবল মাঠে। ছিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। জামবনির কাপগাড়িতেও সাঁওতালি ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। আয়োজক কাপগাড়ি সেবাভারতী কলেজের সাঁওতালি ভাষা বিভাগের ছাত্রছাত্রীরা। এদিন দুই মন্ত্রী আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গেও যোগ দেন। ছিলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা।

Latest article