ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব প্রচারে দুর্গাপুরের রাস্তায় সান্তাক্লজ

৪৮ ঘণ্টা পেরোলেই বড়দিনের বড় উৎসব। সর্বোপরি শীতকাল জুড়ে মানুষজন মাতবেন পিকনিকের আনন্দে। চলছে ঘরে ঘরে এসবের প্রস্তুতি

Must read

প্রতিবেদন : ৪৮ ঘণ্টা পেরোলেই বড়দিনের বড় উৎসব। সর্বোপরি শীতকাল জুড়ে মানুষজন মাতবেন পিকনিকের আনন্দে। চলছে ঘরে ঘরে এসবের প্রস্তুতি। এ সময় রাস্তাঘাটে বেড়ে যায় গাড়ির সংখ্যা। পাশাপাশি বেপরোয়া গাড়িচালক, বাইক চালকদের জন্য বাড়ে দুর্ঘটনার সংখ্যা। অনেকে হেলমেট ব্যবহার করেন না। অনেকে গতিবেগ মানেন না। কেউ প্রাণ হারান, কেউ হন জখম। সমস্যায় পড়ে তাঁদের পরিবার।

আরও পড়ুন-সমাপ্তি অনুষ্ঠানে জাভেদ-শিল্পা, এমপি কাপেও দাপট নরহরি, তারকদের

দুর্ঘটনা কমাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ নিয়ে অভিনব প্রচার পরিকল্পনা চালাতে পথে নামছে। বড়দিনের আগে তাদের প্রচারসঙ্গী হলেন ক্রিসমাস বুড়ো সান্তাক্লজ। পথচারী-সহ গাড়িচালক, বাইক আরোহীদের সাবধান করতে দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে ডিএমসি মোড়ে সান্তাক্লজের পোশাকে এক ব্যক্তিকে দেখা গেল পুলিশের সঙ্গে ট্রাফিক সচেতনতার প্রচার করতে। রাস্তাঘাটে গাড়ি, বাইক নিয়ে বেরোনো মানুষ ও পথচারীদের সচেতন করে তাঁদের হাতে তিনি তুলে দিচ্ছেন উপহার স্বরূপ চকোলেট। বুঝিয়ে বলছেন ট্রাফিক নিয়ম মেনে চলা সকলের কাছেই কতখানি গুরুত্বের।

Latest article