সংবাদদাতা, জলপাইগুড়ি : পর্যটকদের জন্য পুলিশের উদ্যোগে চালু হল ‘ট্যুরিস্ট বন্ধু’। শনিবার ডুয়ার্সের লাটাগুড়ি, চালসা এবং মূর্তিতে এই ট্যুরিস্ট বন্ধু বুথ চালু হল। লাটাগুড়ির বুথটি সারাবছর চালু থাকবে। মূলত ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। ট্যুরিস্ট বন্ধু বুথের পাশাপাশি দশ জন সদস্যা বিশিষ্ট পুলিশের উইনার্স টিম ও থাকছে, একজন পুলিশ আধিকারিক-সহ আরও দশজন পুলিশ কর্মী— সঙ্গে পাঁচটি স্কুটি, ও দুটি গাড়ি থাকছে।
আরও পড়ুন-বিভেদের রাজনীতি রোখার অঙ্গিকার
এই বাহিনীটি আগামী বছরের জানুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত থাকবে। বছরের এই সময়ে পর্যটকদের রাশ খুব বেশি থাকে সেই বিষয়টি মাথায় রেখেই পুলিশের এই উদ্যোগ। তবে যদি পর্যটকদের রাশ বেশি থাকে তাহলে উইনার্স টিম আর বেশি দিন রাখা হবে। পর্যটকদের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ডিজে পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশের তরফে, এ ছাড়া জমায়েত করে যারা আনন্দ করবে তাদের দিকেও নজর রাখবে পুলিশ, তবে শুধু মাত্র তাদের সাহায্যের জন্য বলে জানান জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো।
আরও পড়ুন-খালবিল উৎসবের সূচনায় ২১ বছর মুখ্যমন্ত্রীর লেখা থিম সং
জেলাশাসক মৌমিতা গোদারা বসু বক্তব্য রাখতে গিয়ে বলেন, লাটাগুড়িতে পর্যটকদের জন্য একটা ফুড পার্ক তৈরি করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই ফুড পার্কটি পরিচালনা করা হবে। এদিনের অনুষ্ঠানে ছিলেন, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, জেলা তৃণমুল সভানেত্রী মহুয়া গোপ প্রমুখ।