প্রতিবেদন: চলতি বছরে আমেরিকার অধিকাংশ এলাকায় ম্লান হয়েছে বড় দিনের উৎসবের আনন্দ। গত দুদিন ধরে তুষার ঝড় বা বম্ব সাইক্লোনে (US Bomb Cyclone) বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকার জনজীবন। তুষারঝড়ে (US Bomb Cyclone) বিপর্যস্ত আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। প্রবল ঠান্ডার কারণে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যেই আমেরিকা ও কানাডায় সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর আমেরিকার অধিকাংশ এলাকায় তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। মানুষ ঘরবন্দি। রাস্তায় যান চলাচল বন্ধ। ট্রেন পরিষেবাও থমকে রয়েছে। সড়ক ও রেলপথে কয়েক ফুট উঁচু বরফ জমে রয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি বরফে চাপা পড়েছে। বাতিল করা হয়েছে প্রায় পাঁচ হাজার উড়ান। এই সংখ্যা আরও বাড়বে বলে বিমান পরিবহণ দফতর জানিয়েছে।
সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, আমেরিকার প্রায় ২০ কোটি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছেন। মাত্রাতিরিক্ত তুষারপাতের কারণে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যা মানুষের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। ওকলাহোমা, টেক্সাস, মিসৌরি, বোস্টন থেকে মৃত্যুর খবর মিলেছে। আমেরিকার টেক্সাস থেকে কানাডার কিউবেক পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার এলাকায় তুষারঝড়ের তাণ্ডব চলছে। নিউইয়র্ক, পেলসিলভেনিয়া, মিশিগান, বাফেলোতে সোমবার ৩৫ ইঞ্চি তুযারপাতের পূর্বাভাস জানানো হয়েছে। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, চলতি মাসের পুরোটাই এই প্রতিকূল পরিস্থিতি চলবে। নতুন বছরের শুরু থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। দক্ষিণ আমেরিকার ফ্লোরিডা, আলবামা, জর্জিয়ার মতো গরম এলাকাও প্রবল ঠান্ডার কবলে পড়বে।