স্বাধীনতার লড়াই লড়ছি, বড়দিনে বার্তা জেলেনস্কির

Must read

প্রতিবেদন: অন্যন্যবারের মতো এবারও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও পালিত হচ্ছে যিশুর জন্মদিন। বড়দিন (Christmas- Volodymyr Zelenskyy) পালিত হচ্ছে ঠিকই, কিন্তু তাতে কোনও আন্তরিকতা নেই। নিতান্তই করতে হয় তাই করা। এরই মধ্যে ইউক্রেনবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বার্তায় তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে হাজারো প্রতিকূলতা, নির্মমতা, নারকীয়তা মুখ বুজে সহ্য করে চলেছেন দেশবাসী। আসন্ন শীতটাও তাঁরা দাতে দাঁত চেপে সহ্য করে নেবেন। মস্কো যত চেষ্টাই করুক না কেন তারা ইউক্রেনের মাথা নোয়াতে পারবে না।

রুশ আক্রমণে ইউক্রেনের হাজার হাজার মানুষের মৃত্যুর কথা, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হওয়ার কথাও বড়দিনের ভাষণে উল্লেখ করেছেন জেলেনস্কি (Christmas- Volodymyr Zelenskyy)। এদিন তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, স্বাধীনতার জন্য সকলকেই প্রচুর মূল্য চোকাতে হয়। কিন্তু মনে রাখতে হবে, দাসবৃত্তি করার পরিণাম কিন্তু আরও ভয়ঙ্কর। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে দেশের প্রতিটি মানুষ নিদারুণ কষ্ট সহ্য করে চলেছে। তবে আমি নিশ্চিত যে, আমরা সকলেই কঠিন শীতটাও কাটিয়ে দেব। কারণ আমরা স্বাধীনতার লড়াই লড়ছি।

আরও পড়ুন-চিনে রক্তের সংকট

গত অক্টোবর থেকে কৌশল বদলে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে নিশানা করেছে রাশিয়া। এর ফলে দেশের বিশাল অংশ সারা দিনই বিদ্যুৎবিহীন থাকছে। শীতের মরশুমে কাজ করছে না ঘর গরম-করা বা জল গরম-করার যন্ত্র। ফলে চরম সমস্যায় পড়েছেন ইউক্রেনবাসীরা। বড়দিনের বার্তায় রাশিয়াকে সরাসরি জঙ্গি রাষ্ট্র বলে তোপ দেগেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য ইউক্রেনীয়দের হত্যা করছে। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। ওরা উন্মাদ হয়ে গিয়েছে!

শনিবারই ইউক্রেনের খেরসন শহরে রাশিয়ার বিমানহানায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন। শহরে হাসপাতালগুলিতে রক্তের হাহাকার দেখা দিয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আহতদের চিকিৎসার জন্য যুদ্ধকালীন তৎপরতায় রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Latest article