প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ পণ্ডিতদের

Must read

প্রতিবেদন: এক অভূতপূর্ব সংকটে পড়ছেন কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandit- Manoj Sinha)। সম্প্রতি কাশ্মীরে জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিতরা। গত এক বছরে একাধিকবার পণ্ডিত সম্প্রদায়ের মানুষের উপর হামলা হয়েছে। জঙ্গিরা পণ্ডিতদের রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছে, কর্মক্ষেত্রে গেলে খুন হতে হবে। প্রাণ বাঁচাতে তাই নিয়মিত অফিসে হাজির হতে পারছেন না। এই পরিস্থিতিতে কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এক নির্দেশিকা জারি করেছেন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কাজে না গেলে পণ্ডিতদের বেতন দেওয়া হবে না। উপরাজ্যপালের এই ফতোয়ায় বেজায় ক্ষুব্ধ পণ্ডিত (Kashmiri Pandit- Manoj Sinha) সমাজ। জলে কুমির ডাঙায় বাঘের মতো দুই জোড়া বিপদের মধ্যে পড়ছেন পণ্ডিতরা। কর্মক্ষেত্রে গেলে জঙ্গিদের নিশানা হতে হবে, আর না গেলে অনাহারে প্রাণ যাবে। প্রধানমন্ত্রী পুনর্বাসন যোজনার আওতায় কয়েক হাজার কাশ্মীরি পণ্ডিতকে সরকারি চাকরি দিয়ে ফেরানোও হয়েছিল ভূস্বর্গে। কিন্তু বাস্তব পরিস্থিতি হল, সরকারি চাকরি নিয়ে কাশ্মীরে ফিরে প্রাণসংশয়ে পড়েছেন পণ্ডিতরা। কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছরে কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট কিলিং বাড়ছে।

আরও পড়ুন-অরুণাচল প্রদেশের সড়ক সুড়ঙ্গে থাকবে ক্ষেপণাস্ত্র মজুতের ব্যবস্থা

Latest article