চিনে রক্তের সংকট

Must read

প্রতিবেদন: দেশে সংক্রমণ (China- Blood Shortage) রকেট গতিতে বেড়ে চলেছে। এরই মধ্যে চিনের হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। তবে শুধু রক্ত নয়, পর্যাপ্ত অক্সিজেনও মিলছে না। এমনকী, হাহাকার শুরু হয়েছে করোনার ওষুধের। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। সংবাদমাধ্যমের দাবি, চিনের অধিকাংশ ব্লাড (China- Blood Shortage) ব্যাঙ্ক কার্যত রক্তশূন্য। পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে লাল সর্তকতা। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে রাজধানী বেজিং, সাংহাই-সহ চিনের বেশিরভাগ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা উল্কার গতিতে বাড়ছে। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। বেড অমিল। মেঝেতে শুইয়ে গুরুতর অসুস্থদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন-হাসপাতালে পেলের পাশে পুত্র-কন্যারা

Latest article