হাসপাতালে পেলের পাশে পুত্র-কন্যারা

Must read

সাও পাওলো, ২৫ ডিসেম্বর : ফুটবল সম্রাট পেলের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে। ব্রাজিলীয় কিংবদন্তির (Brazil Football Legend Pele) অন্ত্রের ক্যানসার গোটা শরীরে ছড়িয়ে পড়েছে। গত নভেম্বরের শেষ থেকে হাসপাতালে ভর্তি আছেন পেলে। চিকিৎসকরা জানিয়েছেন, কিংবদন্তি ফুটবলারের ক্যানসার অ্যাডভান্সড স্টেজে। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর, ক্রমশ খারাপ হচ্ছে পেলের শারীরিক পরিস্থিতি। এই অবস্থায় হাসপাতালে ফুটবল সম্রাটকে আগলে রেখেছেন তাঁর পরিবারের সদস্যরা। ছেলে, দুই মেয়ে, নাতনি সহ পরিবারের সকলের সঙ্গে হাসপাতালেই ক্রিসমাস পালন করেন তিনবারের বিশ্বজয়ী ফুটবলার।

আরও পড়ুন-হার ভুলে জুয়ানের মাথায় গোয়া ম্যাচ

শনিবার পেলের (Brazil Football Legend Pele) ছেলে এডিনহোও পরিবারের সদস্যদের নিয়ে পৌঁছে যান হাসপাতালে। ফুটবল সম্রাটের কন্যা কেলি নাসিমেন্টো বাবাকে জড়িয়ে থাকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘এডিনহো এখানেই রয়েছে। আমরা বাবাকে (পেলে) ছেড়ে হাসপাতাল থেকে যাচ্ছি না। এই লড়াইয়ে আমাদের ভরসা আছে। পরিবারের প্রায় সকলেই আমরা এখানে আছি।’ এডিনহো (পেলের ছেলে) বাবার হাত ধরে থাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাবা, তুমিই আমার শক্তি।’০
তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যেভাবে পেলের আরোগ্য কামনায় প্রার্থনা করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তাতে অভিভূত পরিবারের সদস্যরা। পেলে-কন্যা কেলি বলেছেন, ‘‘আপনাদের ভালবাসা, প্রার্থনা আমাদের বিরাট স্বস্তি দিচ্ছে। কারণ, আমরা একা নই বুঝতে পারছি।’’

Latest article