নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারি স্বশাসিত সংস্থা ললিত কলা অ্যাকাডেমিতে (Lalit Kala Akademi- CAG) গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ তুলল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। জানা গিয়েছে, বিভিন্ন কমিটি, আধিকারিকদের নিয়োগ, অন্য সংস্থা থেকে বিভিন্ন কাজ করানো এবং বিদেশ যাওয়া নিয়ে আর্থিক অসঙ্গতি হয়েছে অ্যাকাডেমিতে। এই অনিয়মগুলি তুলে ধরা হয়েছে সিএজির রিপোর্টে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে ২০১৬-১৭ থেকে ২০২১-২২ পর্যন্ত সময়ে সরকারের আর্থিক নীতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে সিএজি। ললিত কলা অ্যাকাডেমির চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যুগ্মসচিব উমা নান্দুরির তরফে এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে অ্যাকডেমির ভারপ্রাপ্ত সচিব রামকৃষ্ণ বেদালা এই অডিট রিপোর্ট খারিজ করে দিয়েছেন। গত অক্টোবরে এই অডিট রিপোর্টের প্রেক্ষিতে জবাবের জন্য ললিত কলা অ্যাকাডেমিতে (Lalit Kala Akademi- CAG) পাঠানো হয় সিএজির তরফে। সংস্কৃতিমন্ত্রকের জবাব এলে তা সিএজির কাছে পাঠাবে ললিত কলা অ্যাকাডেমি।