সংবাদদাতা, কাটোয়া : ভাঙন মোছে প্রেম। বিভেদও ভুলিয়ে দিতে পারে প্রেমের মধুর পরশ। এই ভাবনায় ঊর করে লেখা ‘প্রেম বড় মধুর’ যাত্রাপালা দিয়ে শুরু হল ১৪তম কালনা যাত্রা উৎসব। পুরশ্রী প্রেক্ষাগৃহে উৎসবের সূচনাই শুধু নয়, গ্রামের এক মহাজন চরিত্রে দাগকাটা অভিনয় করে পূর্ব বর্ধমান জেলার সহ-সভাধিপতি দেবু টুডু কোড়ালেন দর্শকদের প্রভূত তারিফ-করতালি।
আরও পড়ুন-চ্যাপলিনের মোমের মূর্তি
দেবুবাবু বলেন, ‘সামাজিক অবক্ষয় থেকে উত্তরণ, একান্নবর্তী পরিবারের ভাঙন থেকে মিলনের সুর, সমাজচেতনার মত নানা প্রাসঙ্গিক বিষয় উঠে এসেছে এই পালায়। যাত্রাই পারে সহজভাবে মানুষের মনে মূল্যবোধের বীজ ছড়াতে। এক উঠোনে এত বড় জমায়েত তো চট করে মেলে না।’ এলাকার বাছাই ৮ অ্যামেচার যাত্রাদল উৎসবে যোগ দিচ্ছে। জনগণের সুবিধের জন্য গুচ্ছ গুচ্ছ প্রকল্প ও পরিষেবা চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইসব সুবিধে থেকে যাতে একজনও বাদ না পড়ে সেজন্য দরজায় দরজায় চলে যাচ্ছে ‘দুয়ারে সরকার’। কর্মসূচি সফল করতে প্রচারও হচ্ছে নানাভাবে। সরকারি প্রকল্পের প্রচারে এবার ব্যবহৃত হল যাত্রামঞ্চও। যাত্রা-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এইসব প্রকল্পের কথা বললে মানুষ উপকৃত হবেন বলে মনে করেন তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবু টুডু।