সংবাদদাতা, জঙ্গিপুর : জেলা জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। তবু সুতি ১ ব্লকের আহিরণ বিলে দেখা মিলছে না পরিযায়ী পাখিদের। জাতীয় জলাভূমির মর্যাদাপ্রাপ্ত আহিরণ বিলে একসময় দেখা মিলত পিনটেল, লেসার হুইসলিং, টিলের, উডডাক, মুরহেনের মতো পরিযায়ী পাখি। পাখি দেখতে একসময় পর্যটকদের ঢল নামত।
আরও পড়ুন-মাটি চুরির ফলে বাড়ছে ভাঙন, রাতে নদীপথে নজরদারি পুলিশের
কিন্তু কয়েক বছর ধরে প্রায় ৬৪ একর জমির উপর বিস্তৃত এই বিল কচুরিপানায় ভরে থাকায় এই জলাভূমিতে আর উড়ে আসে না তারা। আপু মাহারা নামে স্থানীয় এক মাছচাষি বলেন, ‘‘কয়েকদিন ধরে এই বিলে ছোট ছোট মাছ ধরছি। কিন্তু একটিও পরিযায়ী পাখি দেখিনি।’’ সুতি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাঝি সরকার বলেন, ‘‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই বিলকে এশিয়ার বৃহত্তম পখিরালয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেন। কিন্তু বিজেপি সরকারের উদাসীনতায় সেই স্বপ্ন মাঝপথেই শেষ হয়েছে। বিলটি সংস্কার করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১০০ কোটি টাকার প্রকল্প পাঠাই। জেলাশাসক অনুমোদনও দিয়েছিলেন। কিন্তু কেন্দ্র ১০০ দিনের টাকা বন্ধ রাখায় এখনও বিল সংস্কার করা যায়নি। ফলে কচুরিপানায় ভরে থাকা বিলে আর পরিযায়ী পাখিদের তেমন দেখা মেলে না।’’