সংবাদদাতা, দুর্গাপুর : নবকলেবরে সেজে ওঠা দুর্গাপুর মহকুমা হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্গাপুরের এক বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণাংশু গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘ক্ষমতায় এসেই হেলথ কেয়ার সেক্টরকে (WB Health Care Sector) যেভাবে ঢেলে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা এককথায় অনবদ্য। দশ বছরে স্বাস্থ্য সেক্টরে বিপ্লব এনেছেন তিনি। এখন আর উন্নত চিকিৎসার জন্য দক্ষিণের রাজ্যগুলোতে ছুটতে হয় না সাধারণ মানুষকে। বিভিন্ন জটিল রোগের সুচিকিৎসা এ রাজ্যেই হচ্ছে। দেশের কোনও রাজ্যে জেলায় জেলায় সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল নেই, যা আমাদের রাজ্যে (WB Health Care Sector) আছে। ভারতের অন্য কোনও রাজ্যেই সম্ভবত সরকারি হাসপাতালে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট গড়ে ওঠেনি। আমাদের রাজ্যে দুর্গাপুর-সহ বেশ কয়েকটি সরকারি হাসপাতালে তা গড়ে তোলা হয়েছে। সরকারের এই উন্নত পরিকাঠামোর সঙ্গে কোনও অবস্থাতেই বেসরকারি হাসপাতালের তুলনা চলে না। তবে স্বাস্থ্য সেক্টরের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ হাত ধরাধরি করে চললে তবেই সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব।’’ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ।