কুয়াশায় বাতিল হল বিমান, দুর্ভোগে যাত্রীরা

সকালে রোদের মুখ দেখা গেল না। শীতের এই মরশুমে মঙ্গলবার প্রথম কুয়াশায় ঢেকে থাকল শিলিগুড়ি শহর সহ আশপাশের এলাকা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কুয়াশাছন্ন শিলিগুড়ি। সকালে রোদের মুখ দেখা গেল না। শীতের এই মরশুমে মঙ্গলবার প্রথম কুয়াশায় ঢেকে থাকল শিলিগুড়ি শহর সহ আশপাশের এলাকা। এদিন কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে বাগডোগরা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করেনি।

আরও পড়ুন-বরফে ঢাকল বক্সা পাহাড়

কলকাতা, দিল্লি সহ বিভিন্ন জায়গা থেকে বিমান বাগডোগরা বিমানবন্দরের উপরে চক্কর কেটে ফিরে গিয়েছে। এয়ারপোর্ট ডিরেক্টর মহম্মদ আরিফ জানিয়েছেন, কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় বিমান ওঠানামায় সমস্যা হয়েছে। এদিন মোট ৪ টি বিমান বাতিল হয়েছে এবং ৮টি বিমান অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে দুপুরের পরে রোদ ওঠায় বিমান ওঠানামা করে। কিন্তু সকাল থেকেই বিমানবন্দরে যাত্রীদের ভিড়ে তিলধারণের জায়গা ছিল না। বিমান ওঠানামা না করার কারণে যাত্রীদের নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে। তবে বিমানবন্দর সূত্রে বাতিল হওয়া বিমানের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।

Latest article