চাপে পড়ে বেশ কিছুদিন ধরেই কম দামে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে রাশিয়া (Russia- Oil Price)। কিন্তু তেল বিক্রির বিষয়ে এবার কড়া সিদ্ধান্ত নিল পুতিনের দেশ। মস্কো সিদ্ধান্ত নিয়েছে, জি৭, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যে আর তেল বিক্রি করবে না। পশ্চিমি দেশগুলি ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার দাম বেঁধে দিয়েছিল রাশিয়ার তেলের। এই পরিস্থিতিতে এই নয়া ফতোয়া জারি করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন তাঁর নির্দেশিকায় পরিষ্কার জানিয়েছেন, পশ্চিমি দেশগুলির বেঁধে দেওয়া দামে আর তেল (Russia- Oil Price) বিক্রি করবেন না। ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। একই সঙ্গে রুশ প্রশাসন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনও কোনও দেশকে ছাড়ও দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ভারত আরও কিছুদিন রাশিয়ার কাছ থেকে কম মূল্যে তেল কিনতে পারবে।