প্রতিবেদন : করোনাভাইরাসের নয়া সুনামি রুখতে দেশের বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের উপরে চলছে বিশেষ নজরদারি। আর ওই নজরদারির ফলে গত ৪৮ ঘণ্টায় কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বিদেশ থাকা আসা ৩৯ যাত্রীর শরীরে করোনাভাইরাস (39 Covid Positive) শনাক্ত হয়েছে। ওই ৩৯ জনের (39 Covid Positive) নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। নজরদারির কাজ ঠিকমতো হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এদিকে করোনা রুখতে আরব আমিরশাহি ফেরত যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল এয়ার ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, আমিরশাহি ফেরত সব যাত্রীর কোভিডের টিকা নেওয়া থাকতে হবে। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে ১২ বছরের কম বয়সিদের র্যানডম টেস্ট করা হবে না। তবে কারও কোভিড সংক্রান্ত উপসর্গ থাকলে কোভিড বিধি মেনেই পরীক্ষা করা হবে। পাশাপাশি চিন, জাপান, হংকং ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।