২০২৫ থেকেই এক দেশ এক চার্জার নীতি

Must read

এবার ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রেও দেশ জুড়ে একই নীতি চাইছে মোদি সরকার। বাধ্যতামূলক হতে চলেছে এক দেশ এক চার্জার (One Nation- One Charger) নীতি। এখন মোবাইল, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি বিভিন্ন সংস্থার তৈরি ইলেকট্রনিক্স গ্যাজেটে বিভিন্ন মডেলের চার্জার ব্যবহার করা হয়। এজন্য রয়েছে বিভিন্ন ধরনের চার্জার পয়েন্ট। কোনওটা সি-টাইপ আবার কোনওটা অন্য কোনও ধরনের। একই টাইপের কেবল-সহ অ্যাডাপ্টার না পেলে সমস্যা বহুগুণ বাড়ে। এই সমস্যা দূর করতেই কেন্দ্র এক দেশ এক চার্জার (One Nation- One Charger) নীতি নিতে চলেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই দেশ জুড়ে বাধ্যতামূলকভাবে চালু হতে চলেছে এই নীতি। মাস দেড়েক আগে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক বৈঠকে ঠিক করা হয় এবার থেকে দেশে যত মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস তৈরি হবে বা বিদেশ থেকে আমদানি করা হবে তাতে চার্জিং পয়েন্ট হিসাবে সি-টাইপ অ্যাডাপ্টারই ব্যবহার করা হবে। সেভাবেই ওই সব ইলেক্ট্রনিক ডিভাইস তৈরি করতে হবে। স্মার্টফোন হোক কি ল্যাপটপ, ট্যাব হোক বা চার্জার, সব ক্ষেত্রেই ব্যবহার হবে সি-টাইপ অ্যাডাপ্টার। প্রযুক্তিগত সমতা আনতে এই সিদ্ধান্ত।

আরও পড়ুন-নোট থেকেও সরিয়ে দিন বাপুর ছবি! মোদিকে কটাক্ষ মহাত্মার প্রপৌত্রের

Latest article