সংবাদদাতা, শিলিগুড়ি ও আলিপুরদুয়ার : বাড়ছে বেঙ্গল সাফরির আকর্ষণ। খুব শীঘ্রই আসছে নতুন অতিথি জিরাফ ও সিংহ। পাশাপাশি এবার বন দফতরের উদ্যোগে বেঙ্গল সাফারিতে তৈরি হচ্ছে কটেজ। বৃহস্পতিবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বেঙ্গল সাফারি পরিদর্শনে এসে জানালেন এমনটাই। এদিনই তিনবছর বন্ধ থাকার পর আলিপুরদুয়ারের চিলাপাতার সিসি লাইন পর্যটকদের জন্য খুলে যায়। সিসি লাইনের উদ্বোধনের পরই শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে আসেন বনমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুরসভা মেয়র গৌতম দেব, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী-সহ বনদফতরের আধিকারিকরা।
আরও পড়ুন-ফের বিজেপির বিশৃঙ্খলা, স্মারকলিপি দেওয়ার নামে পঞ্চায়েতে ভাঙচুর
এদিন বনমন্ত্রী বেঙ্গল সাফারিতে দুটি বইয়ের মলাটের উদ্বোধন করেন এবং বনকর্মীদের মধ্যে জ্যাকেট বিতরণ করেন। বেঙ্গল সাফারিকে সাজিয়ে তুলতে আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। বৈঠকের পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বেঙ্গল সাফরির আকর্ষণ বাড়াতে এখানে জিরাফ ও সিংহ আনার পরিকল্পনা করা হয়েছে। জঙ্গলের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাই অত্যাধুনিক বন্দুক ও অতিরিক্ত রেঞ্জের ওয়াকিটকি আনা হবে।