সাও পাওলো, ৩০ ডিসেম্বর : যেখান থেকে পেলের ‘ফুটবল সম্রাট’ হয়ে ওঠা, যেখানে কেরিয়ারের বেশ কিছু স্মরণীয় ম্যাচ খেলেছেন, যে মাঠের প্রতিটি ঘাসের সঙ্গে জড়িয়ে ফুটবলের মহানায়ক, শেষবারের মতো সেই স্যান্টোস ক্লাব প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে ঘরের ছেলের নিথর দেহ। ফুটবলকে পিতৃহীন করে অমৃতলোকে পাড়ি দিয়েছেন পেলে। গোটা ব্রাজিল শোকে মুহ্যমান।
আরও পড়ুন-ওঁর জাদু না দেখে মাঠে লড়াই করেছিলাম আমরা
প্রয়াত কিংবদন্তির ইচ্ছানুযায়ী তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলো রাজ্যের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। তার আগে আইন, রীতি মেনে মরদেহ সমাধিস্থ করার জন্য প্রস্তুত করা হবে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। সেখান থেকে ২ জানুয়ারি সোমবার পেলের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হবে স্যান্টোস প্রাঙ্গণে।
স্যান্টোসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেডিয়ামের মধ্যে মাঠের মাঝখানে ২৪ ঘণ্টা পেলের মরদেহ শায়িত থাকবে। সেখানেই ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। ৩ জানুয়ারি মঙ্গলবার সকালে কিংবদন্তির মরদেহ নিয়ে শেষ যাত্রা হবে স্যান্টোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে সেলেস্তের সড়কপথ দিয়ে, যেখানে পেলের মা থাকেন। একশো বছর বয়সি পেলের মা শয্যাশায়ী।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনা অব্যাহত ফুঁসছে আলিপুরদুয়ার
শেষ যাত্রা শেষে প্রয়াত কিংবদন্তিকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে। সমাধিস্থ করার অনুষ্ঠানটিতে জনসাধারণের প্রবেশাধিকার থাকবে না। পেলের মৃত্যুতে শোকে মুহ্যমান ব্রাজিল। দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জইর বোলসোনারো। ক্রাইস্ট দ্য রিদিমার এবং মারাকানা স্টেডিয়াম পেলের সম্মানে হলুদ-সবুজ আলোয় আলোকিত।
আরও পড়ুন-এনজেপিতে মুখ্যমন্ত্রীর প্রকল্পই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী
ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে আরবানো ক্যালডেরা স্টেডিয়ামের বাইরে ভিড় করছেন স্যান্টোস সমর্থকরা। পেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর শোকার্ত সমর্থকদের অনেকেই ভেঙে পড়েছেন। চোখের জল মুছেই স্টেডিয়ামের বাইরে অপেক্ষায় থাকছেন ভক্তরা, কখন তাঁদের প্রিয় সম্রাট আসবেন শেষবারের মতো। ভক্তদের কারও হাতে পেলের মুখের ছবি দেওয়া স্যান্টোসের পতাকা, কারও হাতে ১০ নম্বর জার্সি পরিহিত ‘কালো হীরে’র ছবি দেওয়া ব্যানার, তাতে লেখা, ‘পেলে, চিরকাল তুমি আমাদের রাজা’।