সংবাদদাতা, দিনহাটা : আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল মোদককে দল থেকে বহিষ্কার করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার দিনহাটা নৃপেন্দ্রনারায়ণ পাঠাগারে দিনহাটা-২ ব্লক ও ১/বি ব্লকের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ।
আরও পড়ুন-ফিরে দেখা ২০২২, খেলাধুলার সাতকাহন
শুক্রবারের ওই বর্ধিত সভায় মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা-২ ব্লক সভাপতি দীপককুমার ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল সাত্তার ও তাপস দাস-সহ অন্যরা। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবাস যোজনার ঘরের তালিকা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে এর আগেই নেতৃত্বরা এই বলে সাবধান করেন, যদি কারও দুর্নীতি প্রমাণিত হয় তাহলে দল তাঁর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। সেইমতোই নেতৃত্বদের বারবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-তিনদিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে, প্রিয় স্টেডিয়ামে শেষবার ফুটবল সম্রাট, স্যান্টোসেই শেষকৃত্য পেলের
শুক্রবার দিনহাটা সংহতি ময়দানে মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিক বৈঠক করে জানান, ‘নাজিরহাটের পঞ্চায়েত সদস্য গোপাল মোদকের নামে বারবার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তিনি সে কথা স্বীকারও করে নিয়েছেন। দল বারবার তাঁকে হুঁশিয়ার করলেও তিনি দুর্নীতি থেকে সরে আসেননি। তাই আজ তাঁকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হল। পাশাপাশি অন্যদের ফের এই বার্তা দেওয়া হল, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে দল কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।’