অসুস্থ পেঁচার শুশ্রূষা করলেন তৃণমূল নেতা

অসুস্থ পেঁচাকে নতুন প্রাণ দিলেন সাঁকরাইল অঞ্চল যুূব তৃণমূল সভাপতি সন্তু বারিক। শুক্রবার একটি পেঁচা তাঁর বাড়ির একটি গাছের উপরে বসে ছিল

0
60

সংবাদদাতা, ঝাড়গ্রাম : অসুস্থ পেঁচাকে নতুন প্রাণ দিলেন সাঁকরাইল অঞ্চল যুূব তৃণমূল সভাপতি সন্তু বারিক। শুক্রবার একটি পেঁচা তাঁর বাড়ির একটি গাছের উপরে বসে ছিল।

আরও পড়ুন-বছরের শেষ দিনে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল গুজরাট, মৃত ৯

কিন্তু হঠাৎই গাছের উপর থেকে লুটিয়ে পড়ে মাটিতে। সেই সময় সন্তুবাবু ছুটে গিয়ে দেখেন, পেঁচাটি অসুস্থ অবস্থায় পড়ে আছে। তিনি তড়িঘড়ি ওই পেঁচাটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তারপর স্থানীয় বন দফতরের হাতে তুলে দেন এবং তাকে পুরোপুরি সুস্থ করে তোলার আবেদন জানান। অঞ্চলের তৃণমূল নেতার এই উদ্যোগকে প্রশংসা করেন এলাকার পশুপ্রেমীরা।