বুয়েনোস আইরেস, ১ জানুয়ারি : ২০২২ সালটা লিওনেল মেসির জন্য ছিল স্বপ্নের বছর। এর আগের বছরগুলোতে সবই পেয়েছিলেন, শুধু ট্রফি ক্যাবিনেটে ছিল না বিশ্বকাপ। আরাধ্য সেই খেতাবের হিসেব মিলেছে ২২-এর ডিসেম্বরে। ঘুচেছে আর্জেন্টিনীয়দের দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ। বিশ্বকাপ জয়ের পর এখনও মাঠে ফেরেননি। রোজারিওতে নিজের বাড়িতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখান থেকেই বছরের শেষ দিন ভক্ত ও পরিবারের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বার্তায় মেসি (Lionel Messi) বলেছেন তাঁর পরিবার, বন্ধুদের অবদানের কথা, সারা বিশ্বের সমর্থকদের কথা।
মেসি (Lionel Messi) লেখা শুরু করেছেন এভাবে, ‘একটি বছর শেষ হল যা আমি কখনও ভুলব না। যে স্বপ্ন আমি সব সময় তাড়া করেছিলাম তা অবশেষে সত্যি হল এই ২০২২ সালেই। কিন্তু এই আনন্দ পরিপূর্ণ হত না, যদি না এত সুন্দর একটা পরিবারের সঙ্গে তা ভাগ করতে পারতাম। যদি না সেই সব বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারতাম, যারা আমাকে সমর্থন করে এসেছে এবং যখনই হোঁচট খেয়েছি পাশে থেকেছে।’
আরও পড়ুন-’২৩ বিশ্বকাপের ২০ জনকে বেছে নিল বোর্ড
শুধু আর্জেন্টাইন সমর্থক নয়, বিশ্বের নানা দেশের নানা দলের সমর্থকরাও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন। সাধে কি আর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ ফাইনালের আগে বলে ফেলেন, ‘‘ফ্রান্সেও এমন অনেকে আছে, যারা চায় আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক!’’ মেসি কীভাবে সেই সব ভক্তদের ভুলে যান! তাই তো এদিন এলএম টেন বলেন, ‘‘যারা আমাকে ভালবাসে, অনুসরণ করে, সমর্থন করে পাশে থাকে, তাদের সঙ্গেও এই পথটা ভাগাভাগি করে নিতে পেরে অসাধারণ অনুভূতি হচ্ছে। প্যারিস, বার্সেলোনা ছাড়াও বিশ্বের নানা দেশের মানুষের কাছ থেকে উৎসাহ, অনুপ্রেরণা না পেলে যা পেয়েছি তা পাওয়া সম্ভব ছিল না। আমার আশা, নতুন বছরটাও সকলের ভাল কাটবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি।’’