’২৩ বিশ্বকাপের ২০ জনকে বেছে নিল বোর্ড

তৈরি রোডম্যাপ, জোর ফিটনেসেও

Must read

মুম্বই, ১ জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনই ভারতীয় ক্রিকেটের সারা বছরের ব্লু প্রিন্ট তৈরি করে ফেলল বিসিসিআই।
চলতি বছরের শেষে ওয়ান ডে বিশ্বকাপের (2023 Cricket World Cup- BCCI) জন্য রোডম্যাপ তৈরির পাশাপাশি ফিটনেস টেস্ট, সক্ষমতা এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দেওয়া হয়। রবিবার মুম্বইয়ে বিসিসিআই হেডকোয়ার্টারে ভারতীয় দলের কোচ, অধিনায়ক, নির্বাচক প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ডের দুই শীর্ষকর্তা। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার কারণ খতিয়ে দেখে ভবিষ্যৎ পরিকল্পনা করতে রিভিউ মিটিং ডেকেছিল বোর্ড।

বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা। সূত্রের খবর, দ্রাবিড়, রোহিত, চেতনদের থেকে ব্যর্থতার কারণ শোনার পর পরের পরের বিশ্বকাপের লক্ষ্যে নীল-নকশা তৈরিতে জোর দেওয়া হচ্ছে। এই বছরের শেষে রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। পরের বছর টি-২০ বিশ্বকাপ। তাই সবার আগে ২০২৩ বিশ্বকাপে ফোকাস বোর্ডের। পাশাপাশি আইপিএলকেও সুরক্ষিত রাখা বোর্ডের অগ্রাধিকার।

জানা গিয়েছে, ওয়ান ডে বিশ্বকাপের (2023 Cricket World Cup- BCCI) জন্য ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারের নাম শর্টলিস্ট করা হয়েছে। অক্টোবরে বিশ্বকাপ পর্যন্ত তাঁদের রোটেশনের ভিত্তিতে খেলানো হবে। টি-২০ ফরম্যাটের জন্য ক্রিকেটারদের আলাদা পুল থাকছে। প্রত্যেকের ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকটা দেখার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএ-কে বিশেষ দায়িত্ব দিয়েছে বোর্ড। চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার জন্য প্রতিটি খেলোয়াড়ের ইয়ো ইয়ো টেস্ট এবং ডেক্সা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি এবং আন্তর্জাতিক সূচি মাথায় রেখে ভারতীয় দলের খেলোয়াড়দের সুরক্ষিত রাখতে এনসিএ-কে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রেখে চলে। এ ব্যাপারে এনসিএ এবং ফ্র্যাঞ্চাইজিগুলি যেন একজোট হয়ে কাজ করে জাতীয় দলের স্বার্থে। চোটপ্রবণ ক্রিকেটারদের জোর করে আইপিএলে যাতে না খেলানো হয়, সেই বার্তাও ফ্র্যাঞ্চাইজিগুলিকে দিতে চাইছে বিসিসিআই। এছাড়াও জাতীয় দলে নির্বাচিত হওয়ার যোগ্যতামান হিসেবে নির্দিষ্ট সংখ্যক ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে হবে উদীয়মান ক্রিকেটারদের।

উল্লেখযোগ্য সিদ্ধান্ত
২০২৩ বিশ্বকাপের জন্য ২০ জন খেলোয়াড়ের তালিকা তৈরি
ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে এনসিএ এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি একজোট হয়ে কাজ করবে
জাতীয় দলের স্বার্থ দেখার পাশাপাশি আইপিএলকেও উপেক্ষা করা যাবে না
চোট সারিয়ে জাতীয় দলে ফেরার শর্ত হিসেবে ইয়ো ইয়ো এবং ডেক্সা টেস্ট বাধ্যতামূলক
জাতীয় দলে নির্বাচিত হওয়ার যোগ্যতামান হিসেবে নির্দিষ্ট সংখ্যক ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে হবে উদীয়মান ক্রিকেটারদের

আরও পড়ুন-তিনদিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে, প্রিয় স্টেডিয়ামে শেষবার ফুটবল সম্রাট, স্যান্টোসেই শেষকৃত্য পেলের

Latest article