মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। তেলেগু দেশম পার্টির প্রধান ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Andhra Pradesh- Chandrababu Naidu) রোড শোয়ে ফের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। নেল্লোরের পর এবার গুণ্টুরে ঘটল একই ঘটনা। ১ জানুয়ারিতে গুন্টুরে সংক্রান্তি কুনুকার আয়োজন করা হয়েছিল। সেখানে চন্দ্রবাবু নাইডুর উপস্থিত থাকার কথা ছিল। তাঁর জন্যই টিডিপির পক্ষ থেকে রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। বিপুল জনসমাবেশে সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর তার জেরেই পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয় বলে খবর। আহত হয়েছেন একাধিক। সূত্রের খবর চন্দ্রবাবু নাইডু ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে আসা টিডিপি সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পড়ে গিয়েছিলেন অনেকেই। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হলেও লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালেই তিন জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাম জমানায় কৃষি দফতরে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠন
তবে এই প্রথম নয়, এর আগে গত বুধবারও নেল্লোরে আয়োজিত চন্দ্রবাবু নাইডুর (Andhra Pradesh- Chandrababu Naidu) আরেক রোড শোতেও একইরকম দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৮ জন। মাত্র চারদিনের ব্যবধানে ফের একই দুর্ঘটনা ঘটল চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে। নিঃসন্দেহে পরপর দু’বার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক। গুণ্টুরের পুলিশ সুপার জানিয়েছেন, টিডিপি সুপ্রিমো আসবেন জেনে তাঁর কর্মীসমর্থকদের ভিড় বেড়ে গিয়েছিল অনুষ্ঠানে। জায়গা তেমন না থাকায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এবং তখনই ঠেলাঠেলিতে পড়ে গিয়ে ৩ জন পদপিষ্ট হন। একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি টিডিপি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে উপহার দেওয়া হবে। সেকারণেই বিশাল ভিড় হয়েছিল অনুষ্ঠানে। কিন্তু কোনও উপহারই দেওয়া হয়নি। উল্টে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৩ জনের প্রাণ গিয়েছে।
তবে দুর্ঘটনার পর টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। কিন্তু তাতেও ক্ষোভ মিটছে না। সাধারণ মানুষের অভিযোগ, উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে রোড শোয়ে ডেকে আনছেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু তাঁদের জন্য সুষ্ঠু কোনও ব্যবস্থা করা হচ্ছে না। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।