দলের নেতা-কর্মীদের নিবিড় জনসংযোগের নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

Must read

দলের নেতা-কর্মীদের নিবিড় জনসংযোগের নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন বছরের দ্বিতীয় দিনেই দলের সর্বস্তরের নেতাদের নিয়ে নজরুল মঞ্চে মেগা বৈঠক করছেন তৃণমূল সভানেত্রী। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রূপরেখা স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছতে হবে। সোমবারের মেগা বৈঠকের আগে দলের-নেতাকর্মীদের এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারের জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকারের উদাহরণ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, সেই কর্মসূচির মতোই মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল। পঞ্চায়েতে কোন কাজ হয়নি, কী হয়েছে সেটা জানানো মানে ক্ষোভ উগরে দেওয়া নয়- স্পষ্ট জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষের কথা মানুষ বলবে। সেটা শুনে সমাধানের চেষ্টা করতে হবে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, সেটা ঘটনা উচিত নয় বলে জানান তিনি।

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের (TMC) ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চালু হল এদিন। ঘরে ঘরে গিয়ে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, তার খোঁজ নেবেন ‘দিদির দূত’রা। নজরুল মঞ্চ থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন তৃণমূল সুপ্রিমো। জানান, ‘দুয়ারে সরকারে’র যে রূপরেখা, তার উপর ভিত্তি করেই ‘দিদির সুরক্ষা কবচ’ চালু হল। এর লক্ষ্য অনেক বড়। নিবিড় জনসংযোগের হাতিয়ার হিসেবে ঘরে ঘরে শাসকদলকে পৌঁছে দেওয়া। ৩৫০০ কর্মী ১০ কোটি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবে। বিনামূল্যে মানুষকে সুবিধা দিতে হবে। প্রয়োজনে পাশে দাঁড়িয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। মানুষের কাছে তৃণমূল দায়বদ্ধ। এরপরেই তৃণমূল নেত্রী বলেন, কৈফিয়ত তো পঞ্চায়েত কে নয়, মানুষের কাছে দিতে হবে।

আরও পড়ুন: দিদির সুরক্ষা কবচ কর্মসূচির ঘোষণা তৃণমূলের

দুর্নীতির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, একটা পোকা ধানে জন্মায়। সেটাকে বিনাশ না করলে সব ধানে পোকা লাগবে। আগেই সেটাকে বেছে নষ্ট করতে হবে। না হলে সমূলে বিনাশ হবে। তবে, অভিযোগ এলে যে প্রথম সতর্ক করা হবে, সেকথাও জানান তৃণমূল সভানেত্রী।

গ্রামে গ্রামে গিয়ে দলের নেতৃত্বকে থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, “আমরা এই ধরনের প্রোগ্রাম আগে করতাম। কোথাও কারও বাড়ি গিয়ে রাত কাটানো। কিন্তু এখন এত ব্যস্ততা সেটা করা হয় না। বাংলার কত ইতিহাস লুকিয়ে আছে সেটা দেখা। কোনও জায়গা অদেখা থাকলে দেখা। ধর্মীয় স্থান দেখা। বিশিষ্ট মানুষ, পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ করা।“ মানবিকতার আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ তৃণমূল সুপ্রিমোর।

সব দিকেই যে দল নজর রাখছে, সে কথাও বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “কিছু নজরদারি রাখতে হয়। কে ঠিক করে কাজ করে সেটা দেখতে হয়। প্রত্যেকের নিজস্ব কাজ আছে। এখন ডাইরেক্ট টাকা যায়। সেটাকে কন্ট্রোল করার জন্য নজরে রাখতে হয়।“ দলই বড়। স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর। বলেন, “আমিও কিন্তু দলের উর্ধ্বে নই। মানুষের উর্ধ্বে নই। রোজ আমার রুটিন মেনে চলি“।

সাংবাদিকরা প্রশ্ন করেন, এই জনসংযোগ কি পঞ্চায়েতের কথা ভেবে? মমতার উত্তর, “দুয়ারে সরকার কি ভোটকে মাথায় রেখে করা? এই প্রোগ্রাম তো পুরসভার ব্লক ধরেও করা। এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা করেছি।“ অর্থাৎ দুয়ার সরকার মডেলেই দলকে মানুষের দরজায় নিয়ে যাওয়া নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো।

Latest article