বাংলায় বামের ভোট রামে গিয়েছে। আবার তারা জোট বেঁধে পঞ্চায়েত দখল করেছে। বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছে বামেরা। সোমবার, নজরুল মঞ্চের বৈঠক থেকে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি অভিযোগ করেন, ‘বিজেপি কংগ্রেসের B টিম, সিপিএমের C টিম।“ এরপরেই তৃণমূল সুপ্রিমোর দাবি, আমরা কখনও সরাসরি বিজেপি করিনি। বিজেপির (BJP) মতাদর্শ হল শুধু নিজে খাব।’
আরও পড়ুন-দেশে ধর্ম নিরপেক্ষ, সংহতির পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর
এদিন মমতা বলেন, ‘যখন যা করেছি আমরা ক্লিয়ারকাট পলিসি নিয়ে জানিয়ে করেছি। কিন্তু কোনও দিন ডাইরেক্ট বিজেপি আমরা কেউ করিনি। তার কারণ, যার আদর্শ মানতে পারি না। আমি একটা ধর্ম পালন করব, অন্য ধর্মগুলোকে পালন করব না। আমি একা মানুষ, অন্য কেউ মানুষ না; অমানুষ। একথা ভাবার তো কোনও কারণ থাকতে পারে না।’
আরও পড়ুন-এবার গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের
তৃণমূল সভানেত্রীর মতে, ‘আমাদের দায়বদ্ধতা সংবিধানের প্রতি। সংবিধান আমাদের সব বলে দিয়েছে। আজকে ইতিহাসও ভুলিয়ে দেওয়া হচ্ছে। ভুগোল ভুলিয়ে দেওয়া হচ্ছে। রাজনীতি ভুলিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা বদলে দেওয়া হচ্ছে। ঐতিহ্য বদলে দেওয়া হচ্ছে। মানুষের সাংস্কৃতিক চরিত্র বদলে দেওয়া হচ্ছে। শুভদিন আসবে, নতুন দিন আসবে। মানুষ নিশ্চই একটু একটু করে এগোবে।’
আরও পড়ুন-দলের নেতা-কর্মীদের নিবিড় জনসংযোগের নির্দেশ তৃণমূল সুপ্রিমোর
দলের জন্মলগ্নের কথা স্মরণ করে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, কংগ্রেস ভেঙে তৃণমূল গঠনের সময় বিভিন্ন মহল থেকে আটকানোর চেষ্টা হয়েছিল। “কাকে দিয়ে না আমাদের অ্য়াপ্রোচ করা হয়েছিল! যাতে কংগ্রেস ভেঙে তৃণমূল না হয়। কিন্তু আমরা শুনিনি। কারণ আমরা বহুদিন অপেক্ষা করেছিলাম যে সিপিএমের (CPIM) অত্য়াচারের অবসান হবে। এখন যেমন বিজেপি বাম-রাম হয়ে গেছে। তখন ছিল সিপিএম-কংগ্রেস (Congress) তরমুজ। কংগ্রেসের নেতাদের তরমুজ বলতাম আমরা। এখন এখানে বিজেপি কংগ্রেসের বি টিম, সিপিএমের সি টিম। আমরা যা করেছি সবাইকে ক্লিয়ার কাট পলিসি নিয়ে জানিয়ে করেছি, কিন্তু কোনও দিন ডাইরেক্ট বিজেপি করিনি।“