সংবাদদাতা, জঙ্গিপুর : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে ব্যস্ত সব রাজনৈতিক দলই। তবে প্রচারে সবার চেয়ে এগিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসই। ইতিমধ্যে প্রতিটি বুথে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তারা। সুতি, জঙ্গিপুর, ফরাক্কা-সহ জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে দেওয়াল চিহ্নিতকরণের কাজ। পাড়ার বিভিন্ন দেওয়াল ‘সাইট ফর তৃণমূল, পঞ্চায়েত নির্বাচন ২৩’ লিখে আগাম দেওয়াল নির্দিষ্ট করতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা।
আরও পড়ুন-পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় বিজেপি পঞ্চায়েত সদস্য
দলের অন্দরের খবর, এই মাসেই জঙ্গিপুরে সভা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে বুথে বুথে শুরু হয়েছে জোরকদমে দেওয়াল চিহ্নিত করার কাজ। রঘুনাথগঞ্জে ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ, মহিলা সভানেত্রী হালিমা বিবি, সুতি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাঝি, হারুয়া অঞ্চলের সভাপতি কটা শেখ নিজে হাতে তুলি ধরে দেওয়াল লিখতে শুরু করেছেন। গৌতম জানালেন, বুথে বুথে দেওয়াল চিহ্নিত করে সাদা রঙ করার কাজ শুরু হয়েছে। তৃণমুলের জেলা চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডলের দাবি, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা অনেক বুথে প্রার্থীই খুঁজে পাবে না।