৯০ দিনে বাড়ি না হলে জরিমানা

দলের পদাধিকারী বা তাঁদের আত্মীয়র নাম থাকলে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আবেদন করতে হবে। দলীয় স্তরে এই নির্দেশিকা জারি করেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল

Must read

সংবাদদাতা, কাটোয়া : কেন্দ্রের চাপানো কঠিন শর্ত পূরণ করে মাত্র ৩৬ দিনে আবাস যোজনার অনুমোদন দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করে নজির গড়েছে রাজ্য সরকার। পিছনে পড়ে বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত। এবার আবাস যোজনা প্রকল্পে গতি ও স্বচ্ছতা বাড়াতে পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। অনুমোদন মেলার ৯০ দিনের মধ্যে উপভোক্তাকে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে। না করলেই জরিমানা। প্রতি বাড়তি সপ্তাহে ১০ টাকা করে জরিমানা গুনতে হবে। টাকা পাওয়ার পর কেউ যদি বাড়ি তৈরি না করেন, তাহলে সেই উপভোক্তার বিরুদ্ধে এফআইআর করা হবে।

আরও পড়ুন-জঙ্গিপুরে দেওয়াল-লিখন, এগিয়ে তৃণমূল কংগ্রেসই

আগে অনুমোদনের ১০০ দিনের মধ্যে বাড়ি তৈরির নির্দেশিকা ছিল। না পারলে জরিমানা ছিল না। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন ধাপে টাকা যাবে। প্রথমে ৬০, দ্বিতীয় ধাপে ৫০ ও শেষ ধাপে ১০ হাজার টাকা দেওয়া হবে। একটা ধাপের কাজ শেষ হলে সরেজমিনে দেখে পরের ধাপের বরাদ্দ দেওয়া হবে। বাড়ির দেওয়ালে উপভোক্তার নাম ও লোগো লাগাতে হবে। তালিকা নিখুঁত করতে ইতিমধ্যেই তিনবার যাচাই হয়েছে। তা সত্ত্বেও পাওয়ার যোগ্য নয় এমন কিছু নাম রয়ে যায়। সেগুলি বাদ দিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠানো হবে।

আরও পড়ুন-পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় বিজেপি পঞ্চায়েত সদস্য

প্রশাসনের পাশাপাশি প্রকল্পে স্বচ্ছতা বজায়ে কঠোর তৃণমূলও। দলের পদাধিকারী বা তাঁদের আত্মীয়র নাম থাকলে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আবেদন করতে হবে। দলীয় স্তরে এই নির্দেশিকা জারি করেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল। নির্দেশিকা পেয়ে বিভিন্ন স্তরের নেতারা নাম কাটাতে আবেদন জানাচ্ছেন।

Latest article