রিতিশা সরকার, দার্জিলিং: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই করব উন্ননয়ন। ঘুরে দেখব এলাকা। মানুষের প্রয়োজন জেনেই শুরু হবে কাজ। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান পদে নাম ঘোষণার পর এমনটাই জানালেন তরুণ তুর্কি দীপেন ঠাকুরী। দার্জিলিং পুরসভার ঘোষিত চেয়ারম্যান ২ নম্বর ওয়ার্ডের ঘুম স্টেশন এলাকার দীপেন ঠাকুরী। রাজনীতির আঙিনায় সদ্য আবির্ভাব তাঁর। দার্জিলিং শহরে বড় হয়ে ট্যুর ও ট্রাভেলসের ব্যবসার সঙ্গেই যুক্ত তিনি।
আরও পড়ুন-৯০ দিনে বাড়ি না হলে জরিমানা
তবে দার্জিলিং পুর নির্বাচনে ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চার হয়ে ২ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে প্রথম জয়ী হন। সদ্য হামরো পার্টির বিরুদ্ধে অনাস্থা এনে দার্জিলিং পুরসভায় বোর্ড গঠন করতে চলেছে বিজিপিএম। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দীপেন ঠাকুরীর নাম ঘোষণা করেছেন অনিত থাপা। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে উন্নয়নমূলক অনেক পরিকল্পনা নিয়েছেন দীপেন ঠাকুরী। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাহাড়ের উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন ঠিক সেভাবেই কাজ করতে চাই। তবে এতদিন যারা দার্জিলিং পুরসভার দায়িত্বে ছিল তারা শুধু শহরকেন্দ্রিক কাজ করেছে।
আরও পড়ুন-জঙ্গিপুরে দেওয়াল-লিখন, এগিয়ে তৃণমূল কংগ্রেসই
কিন্তু দার্জিলিং পুরএলাকা ঘুম, জোড়বাংলা, লেবং-সহ বহু প্রান্তিক এলাকা নিয়ে। যেখানে অনেক কাজ করার আছে। প্রচুর দুঃস্থ মানুষ সেখানে থাকেন। তাঁদের বাড়ি-ঘরের প্রয়োজন। ওইসব এলাকায় ধস আটকাতে গার্ডওয়াল করার পরিকল্পনা আছে। এছাড়াও পানীয় জলের সমস্যা বহু পুরনো সমস্যা। এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও তিনি জানিয়েছেন। তবে দার্জিলিং শহরে সাধারণ মানুষের পায়ে হাঁটার জন্য বেশি পরিমাণে ফুটপাথ ও স্কাইওয়াক করার পরিকল্পনা রয়েছে। তিনি এও বলেন ‘‘আগের বোর্ডে এই সমস্ত পরিকল্পনার কথা জানিয়েও লাভ হয়নি। তাই এবার সবাইকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।”