নয়াদিল্লি : বিদেশযাত্রার সময়ে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত গাইডলাইন তৈরির আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এই সংক্রান্ত একটি পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, আমরা কি বিদেশমন্ত্রককে বলতে পারি যে বিদেশে যাওয়া কোনও ভারতীয়কে গ্রেফতার করা উচিত নয়? প্রতিদিন হাজার হাজার মানুষ বিদেশে যান, আমরা বিদেশমন্ত্রককে এই ধরনের নির্দেশিকা তৈরির কথা বলতে পারি না। প্রধান বিচারপতি আরও বলেছেন, কোনও নাগরিক যখন অন্য দেশে যান তখন তিনি সে দেশের আইন দ্বারা শাসিত ও নিয়ন্ত্রিত হন। এমন পরিস্থিতিতে বিদেশমন্ত্রককে এখান থেকে কোনও নির্দেশিকা তৈরির কথা বলা যাবে কীভাবে? আদালত এমন নির্দেশ দিতে পারে না। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, কাউকে অন্যায়ভাবে বিদেশে আটকে রাখলে তিনি তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় আইনি সহায়তা নিতে পারেন।
আরও পড়ুন-মাঝ আকাশে দুই কপ্টার মুখোমুখি, সংঘর্ষে হত ৪
প্রসঙ্গত, বিদেশমন্ত্রকের মাধ্যমে নির্দেশিকা জারি করার জন্য সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। এতে আর্জি জানানো হয় যাতে বিদেশে যাওয়া ভারতীয়দের বিদেশে গ্রেফতার করা না হয়। আবেদনকারীর পক্ষে বলা হয়েছিল, তাঁকে আবুধাবিতে পুলিশ আটক করেছে। এর পরে তিনি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন, যাতে বিদেশগামী ভারতীয় নাগরিকদের আটকে রাখার বিষয়ে বিদেশমন্ত্রককে নির্দেশিকা তৈরি করার জন্য নির্দেশ দেয় শীর্ষ আদালত। আইন বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দূতাবাসের কোনও সরকারি কর্মকর্তা বিদেশের মাটিতে কোনও অপরাধে অভিযুক্ত হলে সরকারি সুরক্ষা পান। কিন্তু কোনও সাধারণ নাগরিক বিদেশে গিয়ে কোনও অপরাধের অভিযোগে গ্রেফতার বা আটক হলে তাঁকে সে দেশেরই আইন মেনে চলতে হয়। এক্ষেত্রে আগাম সুরক্ষাকবচ দেওয়া যায় না বলে স্পষ্ট করে দিল সর্বোচ্চ আদালত।