মাঝ আকাশে দুই কপ্টার মুখোমুখি, সংঘর্ষে হত ৪

এই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন

Must read

প্রতিবেদন : মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল চারজনের। ঘটনায় গুরুতর জখম দুই বালক-সহ তিনজন। আহতেরা সকলেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুই কপ্টারের সংঘর্ষের এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের মেন বিচ এলাকায়।

আরও পড়ুন-২০২৩ : বিশ্বজুড়ে মন্দা, সতর্ক করল আইএমএফ

ইতিমধ্যেই এই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন। নতুন বছরের শুরুতে গোল্ড কোস্টের মেন বিচ এলাকায় পর্যটকদের ভিড় উপচে পড়ে। এই এলাকায় সমুদ্রের উপরে হেলিকপ্টার চড়া-পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার দু’টিও পর্যটকদের নিয়ে উড়ছিল। স্থানীয় সময় রবিবার বেলা দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, একটি হেলিকপ্টার নেমে আসছিল। সেই সময়ে টেক অফ করছিল অন্য একটি হেলিকপ্টার। এ সময়েই ধাক্কা লেগে যায় দুই হেলিকপ্টারের। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে একটি কপ্টার।

আরও পড়ুন-২ রুশ নাগরিকের মৃত্যুর রিপোর্ট তলব কমিশনের

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের। দুই হেলিকপ্টারের ৯ যাত্রী জখম হয়েছেন। যার মধ্যে দুই বালক-সহ এক মহিলার অবস্থা সংকটজনক। সমুদ্রসৈকতে বালির মধ্যে দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনার জেরে আপাতত গোল্ড কোস্টের সমুদ্রসৈকত সকলের জন্য বন্ধ রাখা হয়েছে।

Latest article