প্রতিবেদন : প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থমকে দাঁড়িয়েছে যান চলাচল। দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি বিমান বাতিল হয়েছে। একাধিক উড়ান বিলম্বে চলাচল করছে। বিপর্যস্ত হয়েছ ট্রেন পরিষেবাও। বহু দূরপাল্লার ট্রেন ৮ থেকে ১০ ঘণ্টা দেরিতে চলছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম ও জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়েছে।
আরও পড়ুন-প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী
মঙ্গলবার সারাদিনই রাজধানী দিল্লি ছিল ঘন কুয়াশার চাদরে মোড়া। দৃশ্যমানতা কম থাকায় এদিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ১২টি উড়ান দেরিতে ছেড়েছে। মঙ্গলবার মৌসম ভবন তার পূর্বাভাসে জানিয়েছে, বুধবার পর্যন্ত উত্তরপ্রদেশের মির্জাপুর, গাজিপুর, বারাণসী, অযোধ্যা, আজমগড়, বরেলি, সম্ভল, ঝাঁসি সহ ৩৬টি জেলায় তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা থাকবে। এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকেও ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যেতে পারে। তাই ওই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন-ওড়িশায় আরও এক রুশ নাগরিকের মৃত্যু, ১৫ দিনের মধ্যে ৩টি দেহ উদ্ধার
পাঞ্জাবেরও একাধিক জেলাতেও চলছে কুয়াশার দাপট। দৃশ্যমানতা শূন্যের নিচে নেমে গিয়েছে। এদিন হোসিয়ারপুর, পাতিয়ালা এবং গুরুদাসপুর জেলায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও তীব্র ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে মৌসম ভবন জানিয়েছে। প্রবল ঠান্ডা ও কুয়াশার কারণে পাঞ্জাবে সরকারি-বেসরকারি স্কুলগুলিতে আগামী ৮ জানুয়ারি এবং বিহারে ৭ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি উড়ান বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি উড়ান ছাড়তেও দেরি হয়েছে।
আরও পড়ুন-গুজরাতে হাসপাতালের তিনতলা থেকে শিশুকে ছুঁড়ে ফেলল মা
মৌসম ভবনের পক্ষ থেকে আগামী ৫ দিন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচলপ্রদেশ এবং চণ্ডীগড়ে প্রবল শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ওড়িশার গজপতি, গঞ্জাম, ময়ূরভঞ্জ সহ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি কালাহান্ডি, কটক, সোনেপুর সহ কয়েকটি জেলায় ধোঁয়াশার সতর্কতা জারি করা হয়েছে।