ওড়িশায় আরও এক রুশ নাগরিকের মৃত্যু, ১৫ দিনের মধ্যে ৩টি দেহ উদ্ধার

Must read

ফের ওড়িশায় (Odisha- Russian) আরও এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ওড়িশার পারাদ্বীপ বন্দর এলাকায় একটি জাহাজে ক্রু সদস্য হিসাবে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃতদেহ পাওয়া গিয়েছে। এমনটাই জানিয়েছে পুলিশ। গত ১৫ দিনে ওড়িশায় এটি তৃতীয় রুশ নাগরিকের মৃত্যু। আধিকারিকরা মৃত ব্যক্তিকে ৫০ বছর বয়সী সের্গেই মিলিয়াকভ হিসাবে চিহ্নিত করেছেন।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। যদিও সম্পূর্ণ বিবরণ এখনও পাওয়া যায়নি। সরকারি সূত্রে জানা গিয়েছে, মৃত সের্গেই মিলিয়াকভ ‘এমভি আলদানা’ জাহাজে ক্রু মেম্বার হিসেবে কাজ করছিলেন। এই সংস্থা ভারতীয় ইস্পাত নির্মাণ কোম্পানির সঙ্গে যুক্ত। জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক তোলার জন্য এসেছিল।

আরও পড়ুন: গুজরাতে হাসপাতালের তিনতলা থেকে শিশুকে ছুঁড়ে ফেলল মা

এক বন্দর কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বন্দর স্বাস্থ্য কর্মকর্তা জাহাজটি পরিদর্শন করেছেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন ভোর ৪ টে নাগাদ জাহাজের ক্যাপ্টেন বন্দর কর্তৃপক্ষের কাছে একজন ক্রু সদস্যের মৃত্যুর খবর পাঠান। জাহাজটিতে কয়েকজন ভারতীয় সহ মোট ২৩ জন ক্রু সদস্য রয়েছেন।

পারাদ্বীপের অতিরিক্ত পুলিশ সুপার নিমাই চরণ শেঠি বলেছেন, রাশিয়ান নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, তারা এখনও শিপিং কোম্পানি (যা জাহাজটির মালিক) বা পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

এর আগে ওড়িশার (Odisha- Russian) একটি হোটেলে রহস্যজনকভাবে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছিল। হোটেলে মারা যাওয়া দুই রুশ নাগরিকের নাম পাভেল আন্তোনভ এবং ভ্লাদিমির বিদেনভ।

Latest article