প্রতিবেদন : আইপিএলের আসরে ফের সক্রিয় ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হতে চলেছেন।
দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে শুধু দিল্লি ক্যাপিটালসই নয়, দুবাই এবং দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগের দু’টি দল দুবাই ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসেরও ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে কাজ করবেন সৌরভ। মঙ্গলবার সংবাদমাধ্যমকে আইপিএলের এক শীর্ষ স্থানীয় কর্তা জানিয়েছেন, ‘‘এই বছরেই আইপিএলে ফিরছে সৌরভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হয়ে। আলোচনা হয়ে গিয়েছে। এর আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সৌরভ কাজ করেছে। দলের মালিকদের সঙ্গে ওর সম্পর্ক খুবই ভাল।’’
আরও পড়ুন-সম্রাটকে শেষ বিদায়
প্রসঙ্গত, ২০১৯ সালের আইপিএলে দিল্লির মেন্টর ছিলেন সৌরভ। কিন্তু বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর তাঁকে এই দায়িত্ব ছাড়তে হয়েছিল। নইলে স্বার্থের সংঘাত হতে পারত। তবে এবার আর কোনও সমস্যা নেই। গত অক্টোবরেই বোর্ড প্রেসিডেন্টের পদ ছেড়েছেন সৌরভ। এদিকে, মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে হাজির হয়ে গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করেছেন সৌরভ।
আরও পড়ুন-প্রয়াত ময়দানের অন্যতম সেরা ডিফেন্ডার শ্যামল ঘোষ
তিনি বলেন, ‘‘ঋষভ দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক, এটাই কামনা। জীবনে অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে। কিন্তু সেই সব ঘটনাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হয়।’’ মাঝে বিশ্বকাপ ফাইনাল দেখতে কাতার উড়ে গিয়েছিলেন সৌরভ। তিনি বলছেন, ‘‘আমার দেখা সেরা বিশ্বকাপ ফাইনাল। এই কাপটা লিওনেল মেসির প্রাপ্য ছিল। ট্রফি হাতেই বিশ্বকাপ কেরিয়ারে ইতি টানল। এর থেকে ভাল আর কী হতে পারত।’’