মা-ই ছিলেন আইডল,আমার বন্ধু

Must read

শ্রাবণী সেন: মা আমার বন্ধু, শিক্ষক, ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড। আমার কাছে জীবন্ত কিংবদন্তি। মায়ের কাছে আমরা দুই বোনই, মানে আমি আর ইন্দ্রাণী গান শিখেছি। এখনও গাইতে গিয়ে কোথাও আটকালে মা শিখিয়ে দিতেন। বুঝিয়ে দিতেন এখানটা ভুল হচ্ছে, এটা দেখে নাও। অসুস্থতার কারণে গান গেয়ে বোঝাতে না পারলেও ওঁর ইশারাতেই বুঝে যেতাম। আসলে ১৯৯০ সালে বাবাকে হারিয়েছি। আমি তারপর থেকেই মায়ের কাছে। মানে মা আর আমি। আমি মায়ের কাছেই থাকতাম।

আরও পড়ুন-কেন্দ্রকে দুষে চায়ের দোকান বিটেক পাশের

এখনও থাকতাম বলতে কেমন লাগছে। বিশ্বাস করতে পারছি না। খুব সাধারণভাবেই আমাদের জীবন কেটেছে। মায়ের সঙ্গে যেমন ছিল বন্ধুত্ব, তেমনই খুব ঝগড়াও করতাম আমরা। আবার সিনেমা দেখতেও যেতাম। বাইরে থেকে খাবার আনিয়ে খেতাম দু’জনে। আমার পুরো জগৎটাই ফাঁকা হয়ে গেল। খবর পেয়েই সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবসময় পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী। এই সময় তাঁর বার্তা আমাদের মানসিক শক্তি জুগিয়েছে। মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে অনুষ্ঠান করে বাড়ি ফিরে আর মা-কে দেখতে পাব না। রাত জেগে অপেক্ষা করার আর কেউ রইলেন না। বিশ্বাস করতে পারছি না, ভাবতেই পারছি না।

Latest article