দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-কেন্দ্রকে দুষে চায়ের দোকান বিটেক পাশের

তন্দ্রা
আঁধার রাতের চন্দ্রলগনে
যখন থাকি নিদ্রা মগনে
তন্দ্রাতে দেয় সাড়া,
শুরু হয় মনে ফেরা।
আবোল তাবোল কিলিবিলি
হ-য-ব-ব-র-ল ঝিলিমিলি
গুপ্ত মনের ধারা।
কোথার থেকে কোথায় অলি
চলে কলরব ফোটে কলি,
হৃদয়ে চন্দ্র-গ্রহ-তারা।

Latest article