ত্রিপুরা তো হটলিস্টে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। এরপর নজরে অসম, মেঘালয়, মিজোরামের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি। কিন্তু ঘাসফুলের সংগঠন বিস্তারে এবার মিশন গোয়া! তৃণমূলের রাজনীতির জমি শক্ত করতে কয়েক মাসের মধ্যেই গোয়া যেতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সকালেই গোয়া পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁরা গোয়া ঘুরে এসে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেবে দলের কাছে। গোয়ার বেশ কয়েকজন আঞ্চলিক নেতার সঙ্গে বৈঠকও করবেন দুই তৃণমূল কংগ্রেস সাংসদ। আপাতত ৭ দিন গোয়ায় বিভিন্ন কর্মসূচিতে থাকবেন তাঁরা। টিম পিকের সঙ্গে বসে সেখানকার রাজনীতির হাওয়া বুঝবেন।
আরও পড়ুন-কালীঘাটে মৃতদেহ নিয়ে বিক্ষোভ, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা
উল্লেখ্য, ২০২২ সালে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ গোয়ায় বিধানসভা নির্বাচন হতে পারে। সেই ভোটের আসরে বিজেপির বিপক্ষে মুখ্য বিরোধী দল হিসাবে উঠে আসতে চাইছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের কয়েকশো সদস্য। তারা গোটা গোয়া চষে ফেলে তৃণমূল কংগ্রেসের হয়ে জল মাপতেও শুরু করেছে। সম্প্রতি নবান্নে এক বৈঠকের মধ্যে দিয়ে গোয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নীল নকশাও। তার মধ্যেই এদিন দ্বীপরাজ্যে পৌঁছে গেলেন দুই তৃণমূল সাংসদ।