প্রতিবেদন : ডিসেম্বরে মাঠে নামলেও জমিয়ে ব্যাটিং করতে পারেনি শীত। হাওয়া অফিস জানিয়েছিল কনকনে শীতে হবে বষর্বরণ। তাও হয়নি। তবে পরবর্তী পূর্বাভাস মিলল। বৃহস্পতিবার থেকে নামবে পারদ। কনকনে ঠান্ডায় গোটা রাজ্যের (West Bengal- Winter) সঙ্গেই কাঁপবে কলকাতা জানিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মিলেয়ে একদিন আগেই অর্থাৎ বুধবার থেকেই কনকনে ঠান্ডার আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে দাঁড়াল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস তরফে খবর, বৃহস্পতিবারের পর থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত অনুভব করবে বঙ্গবাসী। রবিবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও আরও খানিকটা কমবে। সেক্ষেত্রে মরশুমের প্রথম জাঁকিয়ে শীতের স্পেল পেতে চলেছে বাংলা (West Bengal- Winter)। দক্ষিণের পাশাপাশি, উত্তরেও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের তিন জেলায়। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আগামী চার পাঁচদিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা নামবে। সেই সঙ্গে থাকবে উত্তুরে হাওয়া।
আরও পড়ুন-পানীয় জল, রাস্তাঘাটের চেয়েও গুরুত্বপূর্ণ লাভ জিহাদের ইস্যু