সংবাদদাতা, হাওড়া : উদয়নারায়ণপুরে (Udaynarayanpur- Awas Yojana) ৯১৬ জন উপভোক্তা দু’দিনের মধ্যে আবাস যোজনার প্রথম পর্যায়ের টাকা পাচ্ছেন। বুধবার উদয়ারায়ণপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের ওই ৯১৬ জন উপভোক্তাকে নিয়ে এক সচেতনতা শিবিরে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের এই কথা জানিয়ে দেওয়া হল। প্রথম পর্যায়ের ওই টাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে চলে যাবে। উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত ওই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজা, বিডিও প্রবীর কুমার শীট, পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা সহ ১১টি পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। শিবিরে আবাস যোজনার (Udaynarayanpur- Awas Yojana) উপভোক্তাদের উদ্দেশ্যে বিধায়ক সমীর পাঁজা বলেন, ‘‘প্রথম পর্যায়ে আপনারা সবাই তিন মাসের মধ্যে ঘর তৈরির কাজ সম্পন্ন করবেন, তারপর ঠিক একইভাবে আপনাদের দ্বিতীয় পর্বের টাকা দেওয়া হবে। এর মধ্যে আপনারা কোথাও কোনওরকমভাবে অসাধু ব্যক্তিদের এই কাজের জন্য এক পয়সা দেবেন না, তেমনই কেউ যদি জোরপূর্বক বাড়ি তৈরির মালপত্র কেনার জন্য আপনাদের চাপ দেয় তাহলে সরাসরি আমাকে জানাবেন। অথবা স্থানীয় পুলিশ প্রশাসন বা বিডিওকেও তৎক্ষণাৎ বিষয়টি জানাবেন। সম্পূর্ণ স্বচ্ছতা রেখে সমস্ত কাজ হবে।’’ বিধায়কের এই কথা শুনে সন্তোষ প্রকাশ করেন এলাকার আবাস যোজনার প্রাপকরা। তাঁরা বলেন, বিধায়ক ও প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর ফলে এই প্রকল্পের কাজের ক্ষেত্রে কারওর কোনও অভিযোগ থাকবে না।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন