সিবিআইকে তলব

Must read

প্রতিবেদন: লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তে নেমে এবার দুই সিবিআই অফিসারকে নোটিশ ধরাল রাজ্য পুলিশের সিআইডি (CBI- West Bengal CID)। বীরভূমে সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর তদন্ত করছে সিআইডি। তদন্তে নেমে বুধবার সিবিআইয়ের দুই অফিসারকে নোটিস দিল সিআইডি। লালন শেখের মৃত্যু নিয়ে ওই দুই অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। তা জানিয়ে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে নোটিস দিয়ে আসে সিআইডি। নোটিসে ওই দুই অফিসারকে (CBI- West Bengal CID) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। তবে কবে ও কোথায় তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে তা নিয়ে সিআইডি সূত্রে কিছু জানা যায়নি। বীরভূমের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের জেরে ১০ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্তে নেমে লালন শেখকে অন্যতম অভিযুক্ত বলে আদালতে দাবি করে সিবিআই। গত ডিসেম্বর মাসে গ্রেফতার হয় লালন শেখকে। কিন্তু বীরভূমে সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁদের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় লালনের পরিবার সিবিআইয়ের বিরুদ্ধে লালন শেখকে খুনের অভিযোগ তুলেছেন। ঘটনার পর জেলা পুলিশ এই নিয়ে এফআইআর করে। তারপরই এই মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। লালনের পরিবার বলেছে, আমাদের আস্থা রয়েছে সিআইডির ওপর। সিবিআই দিয়েছিল টাকার টোপ। যা আমরা নিইনি।

আরও পড়ুন-আবাস যোজনায় ত্রিস্তর নজরদারি

Latest article