প্রতিবেদন : দুই বিদেশি ফুটবলার শহরে চলে এসেছেন। পুইতিয়া-সহ নতুন সই করা ছয় ভারতীয় ফুটবলারও দলের সঙ্গে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে রাইট ব্যাক প্রীতম মিতাই, লেফট ব্যাক আমনদীপ সিং, মিডফিল্ডার শিবাজিৎ সিং, ফরোয়ার্ড সুহাল ভাটের মতো প্রতিশ্রুতিমান ফুটবলারদের নিয়ে আশাবাদী মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো। তাঁরা মূলত রিজার্ভ দলের খেলোয়াড় হলেও প্রয়োজনে সিনিয়র দলেও খেলাতে পারেন স্প্যানিশ কোচ।
নিয়মিত খেলা প্রথম দলের ফুটবলারদের চোট-আঘাত সমস্যা কাটিয়ে উঠতে এবং রিহ্যাবের জন্য বুধবার পর্যন্ত ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ। বৃহস্পতিবার থেকে ফের মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। ১৪ জানুয়ারি যুবভারতীতে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের (ATK Mohun Bagan)। আইএসএলে কখনও মুম্বইকে হারাতে পারেনি তারা। এমন একটা কঠিন লড়াইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নামছেন হুগো বুমোস (Hugo Boumous), প্রীতম কোটালরা। আগের ম্যাচে গোয়াকে হারালেও লিগ টেবলে চার নম্বরে দল। এবার শীর্ষে ওঠার লড়াই বুমোসদের।
চোটে ছিটকে যাওয়া ফ্লোরেন্তিন পোগবা, জনি কাউকোর পরিবর্ত দুই নতুন বিদেশি স্লাভকো দামজানোভিচ এবং ফেডেরিকো গালেগো শহরে চলে আসায় তাঁরাও দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। ফলে ৬ বিদেশি স্কোয়াডে রেখে মুম্বই ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। সার্বিয়ান সেন্টার ব্যাক দামজানোভিচ কলকাতায় এসে বলেছেন, ‘‘মোহনবাগানে নতুন সফর শুরু করার জন্য মুখিয়ে আছি। কলকাতায় এসে আমি দারুণ খুশি। লড়াই করে লক্ষ্যে পৌঁছতে চাই।’’