ইস্টবেঙ্গলের পথে জার্ভিস

Must read

প্রতিবেদন : চলতি ট্রান্সফার উইন্ডোয় নতুন বিদেশি সই করানোর জন্য জোর তৎপরতা চলছে ইস্টবেঙ্গলে। ব্রাজিলীয় স্ট্রাইকার এলিয়ান্দ্রোর পরিবর্ত হিসেব ব্রিটিশ স্ট্রাইকার জাক জার্ভিসকে (East Bengal- Jake Jervis) চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে চুক্তিপত্র পাঠানো হয়েছে জার্ভিসের কাছে। সূত্রের খবর, তিনি সই করে দিয়েছেন চুক্তিতে। ভিসা সমস্যা মিটলেই শহরে চলে আসবেন। আরও কয়েকজন স্টাইকারের জীবনপঞ্জি ছিল ম্যানেজমেন্টের হাতে।
তবে জার্ভিসের বায়ো ডাটা পছন্দ হয়েছে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার ফরোয়ার্ডের পাশাপাশি উইঙ্গার হিসেবেও খেলেন। বার্মিংহাম সিটি থেকে কেরিয়ার শুরু হয় তাঁর। ইংল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন জার্ভিস (East Bengal- Jake Jervis)। এখনও পর্যন্ত পেশাদার কেরিয়ারে ৯৬ ম্যাচে ৩০ গোল করেছেন এই ব্রিটিশ স্ট্রাইকার। এদিকে, শনিবারের ওড়িশা ম্যাচের প্রস্তুতি জোরকদমে চলছে ইস্টবেঙ্গলে। শনিবার অ্যাওয়ে ম্যাচ। ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা গোলের মধ্যে রয়েছেন। নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে ক্লেটনের জুটি ইস্টবেঙ্গলকে ভরসা দিচ্ছে।

আরও পড়ুন-আজ শুরু হুগোদের মুম্বই ম্যাচের প্রস্তুতি

Latest article