দুলাল সিংহ, বালুরঘাট: উদ্বোধনের অপেক্ষায় বালুরঘাটের ইন্ডোর স্টেডিয়াম (Balurghat Indoor Stadium)। খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া মহলে। প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত স্টেডিয়ামটির (Balurghat Indoor Stadium) ভিতরে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, দর্শকদের বসার জন্য রয়েছে সুসজ্জিত গ্যালারি। স্টেডিয়ামটির রক্ষণাবেক্ষণের জন্য একটি ম্যানেজমেন্ট কমিটিও গঠন করা হবে। দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, দীর্ঘদিন ধরে ইন্ডোর স্টেডিয়ামের কাজ চলছে, এখন সেই কাজ প্রায় শেষ হয়ে গেছে, রাজ্য ক্রীড়া দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করেছেন, যে কোনওদিন রাজ্য থেকে উদ্বোধনের দিন ঘোষণা হতে পারে, আপাতত ইন্ডোর স্টেডিয়ামের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, বালুরঘাট স্টেডিয়াম চত্বরে ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় প্রায় ১৯ বছর আগে। যদিও ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের অভাব থেকে শুরু করে নানাবিধ কারণে কার্যত মাঝপথেই নির্মাণকাজ থেমে যায়। এরপরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাজ্য সরকার দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষিত ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ করতে সচেষ্ট হয় এবং ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই কাজের জন্য ধাপে ধাপে অর্থ বরাদ্দ হয়েছে।