প্রতিবেদন : এবারের স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেটে অন্তত ১৬টি বিষয়ের প্রশ্নপত্র ইংরেজির পাশাপাশি বাংলাতেও করতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। সেটে মোট ৩৩টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার সেটে বসছেন প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী। ১৬টি বিশ্ববিদ্যালয় ও ৯২টি কলেজ মিলিয়ে মোট ১০৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন-হলদিয়া-নন্দীগ্রাম সেতু উপহার মুখ্যমন্ত্রীর
পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কমিশনের ২ করে পর্যবেক্ষক থাকবেন। বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে রেজিস্ট্রার এবং কলেজগুলিতে অধ্যক্ষরা পরীক্ষা পরিচালনার মূল দায়িত্বে থাকবেন। বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রগুলির দায়িত্ব সামলাবেন সেই জেলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই। প্রশ্নপত্র খোলা, বিলি, সবকিছু তাঁরই তত্ত্বাবধানে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস নিয়েও জেলাশাসক এবং পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া পরীক্ষার সময় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কমিশন।