দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series) — ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-সেটের প্রশ্ন এবার বাংলাতেও

বকবক
“বক বকালির বাদলবেলা
খোলামকুচির ঝুলনমেলা
কোলা-কুলির বারবেলা
সর্বনাশী, এ সর্বনাশ খেলা৷৷”

“ক্রেডিট-ক্রেডিটে গ্যাং আপ
অর্থ নেশার একাদশী চাপ
প্লাসটিক অর্থনীতির ঠেলা
সাধারণ মানুষের কালবেলা।”

কত ঘণ্টা? কত ঘণ্টা?
জনজীবনের কাটছে দিনটা
লাইন বাড়ছে, ধুঁকছে লাইন
সরকার! তুমি আছ fine?

Latest article