ডিভোর্সি (divorcee) মুসলিম মহিলাদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার এক মামলার শুনানিতে হাইকোর্ট বলে, মুসলিম মহিলাদের অধিকার সংক্রান্ত আইনের ৩ ধারায় অনুযায়ী একজন ডিভোর্সি মুসলিম মহিলা যতদিন না পুনরায় বিয়ে করছেন ততদিন তিনি প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ পাবেন।
আরও পড়ুন-আহিরণ বিলে উড়ে এল সাইবেরিয়া, রাশিয়ার পাখি
শুধুমাত্র ইদ্দত পর্ব শেষ হওয়া পর্যন্ত খরপোশ পাবেন তা নয়। হাইকোর্টের বিচারপতি সূর্যপ্রসাদ কেশরওয়ানি এবং বিচারপতি আজাহার হুসেন ইদ্রিসি পারিবারিক আদালতের দেওয়া পূর্ববর্তী নির্দেশও খারিজ করে দেন।