প্রতিবেদন : কনকনে ঠান্ডা ও ঝোড়ো উত্তুরে বাতাসে ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। বৃহস্পতিবার প্রবল ঠান্ডার কারণে উত্তরপ্রদেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, মৃত ২৫ জনের মধ্যে ১৭ জনের প্রাথমিক চিকিৎসাই শুরু করা সম্ভব হয়নি। বাকি আটজনের প্রাথমিক চিকিৎসা করা হলেও তাঁদেরও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, কনকনে ঠান্ডায় আচমকাই রক্তচাপ বেড়ে যায়। কোনও কোনও ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। সে কারণেই মৃত্যু।
আরও পড়ুন-বিমানে যাত্রীর প্রাণ বাঁচালেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক
তবে শুধু উত্তরপ্রদেশ নয়, প্রবল ঠান্ডা ও শৈত্যপ্রবাহের কারণে উত্তরাখণ্ডে ২ জন, হিমাচল প্রদেশে ও কাশ্মীরে একজন করে মানুষের মৃত্যু হয়েছে। প্রবল উত্তরে বাতাসের কারণে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে, কাশ্মীর ও রাজস্থানে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। এইসব রাজ্যের একাধিক এলাকায় গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গিয়েছে। সবচেয়ে সমস্যায় পড়েছেন সাধারণ দরিদ্র মানুষ।