বিমানে যাত্রীর প্রাণ বাঁচালেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

জানা গিয়েছে, ঘটনার দিন লন্ডন থেকে বেঙ্গালুরুতে আসছিলেন বিশ্বরাজ। সেখানে তাঁর মা থাকেন। মাকে ব্রিটেনে নিয়ে যেতেই ভারতে আসছিলেন তিনি

Must read

নয়াদিল্লি : ১০ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রার মধ্যেই এক সহযাত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ৪৩ বছরের ওই ব্যক্তিকে প্রাণে বাঁচান ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিশ্বরাজ ভেমালা। বিশ্বরাজের চেষ্টাতেই প্রাণে বাঁচেন লন্ডন থেকে ভারতে আসা ওই যাত্রী। ঘটনাটি ঘটেছে গত বছর নভেম্বর মাসে। সম্প্রতি এই ঘটনার কথা সামনে এসেছে। ব্রিটেনের বার্মিংহামের এক হাসপাতালে হেপাটোলজিস্ট হিসাবে কর্মরত ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিশ্বরাজ।

আরও পড়ুন-আর্থিক কেলেঙ্কারির ক’টা মামলা সময়ে শেষ হয়েছে? সিবিআই-ইডির কাজে ক্ষোভ সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, ঘটনার দিন লন্ডন থেকে বেঙ্গালুরুতে আসছিলেন বিশ্বরাজ। সেখানে তাঁর মা থাকেন। মাকে ব্রিটেনে নিয়ে যেতেই ভারতে আসছিলেন তিনি। সেই বিমানেই হৃদরোগে আক্রান্ত হন এক সহযাত্রী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এগিয়ে আসেন ওই চিকিৎসক। তিনি দ্রুত চিকিৎসা শুরু করেন হৃদরোগে আক্রান্ত ব্যক্তির। একবার নয়, বিমানের মধ্যে দু’বার হার্ট অ্যাটাক হয়েছিল ওই ব্যক্তির। দু’বারই উল্লেখযোগ্য ভূমিকা নেন ওই চিকিৎসক। এর জেরেই প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। বার্মিংহাম ইউনিভার্সিটি হাসপাতাল কর্তৃপক্ষ ট্যুইট করে ঘটনার কথা জানিয়েছে। বিষয়টি সামনে আসতেই বিশ্বরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Latest article