করোনা পরিস্থিতির জন্য প্রায় বছর দুয়েক হল স্কুলের মুখ দেখেনি পড়ুয়ারা। করোনার বাড়বাড়ন্তের জন্য রাজ্যে বর্তমানে অনলাইনেই পড়াশোনা চলছে। যদিও দেশের বেশ কিছু রাজ্যে অফলাইনে পড়াশোনা অর্থাৎ শুরু হয়ে গিয়েছে অফলাইন ক্লাস। কিন্তু কবে খোলা হবে এই রাজ্যের স্কুল? কবে শুরু হবে সেই আগের মতো স্কুল যাওয়া, অফলাইন ক্লাস? তার উত্তর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানান, পুজোর পর খুলতে পারে স্কুল। তবে এর সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। ব্রাত্য বসু জানান, ‘স্কুল খোলার বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের সবুজ সঙ্কেত দেবেন। আপাতত আমরা সবকরম পরিস্থিতি-পরিকাঠামো খতিয়ে দেখছি।’
আরও পড়ুন-জুটমিল নিয়ে শ্রমদফতরে ত্রিপাক্ষিক বৈঠক
মুখ্যমন্ত্রী পূর্বে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির দিকে বিচার বিশ্লেষণ করে পুজোর পর স্কুল খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কিন্তু চিন্তা বাড়াচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৭৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৬ জন। তবে অনেকটাই বেড়েছে সুস্থতার হার। ফলে পুজোয় রাজ্যে সংক্ৰমণ ধরে রাখতে পারলেই স্কুল খোলা সম্ভব হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-পিএম কেয়ার্সের টাকা কোথায় আছে?’ কেন অডিট হবে না? তোপ মমতার
পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাসও যাতে স্বাভাবিক গতিতে হতে পারে, সেই দিকে নজর দিয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টিকাকরণ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। এই মর্মে প্রত্যেক জেলাশাসককে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। আগামীতে যাতে অনলাইন ছেড়ে অফলাইনেই ক্লাস হতে পারে, সেই লক্ষ্যে এই পদক্ষেপ। রাজ্য সরকারের এই পদক্ষেপের পর মনে করা হচ্ছে পুজোর পরই রাজ্যে স্কুল-কলেজের মুখ দেখতে পাবে পড়ুয়ারা।